জীবন ক্ষয়ে ক্ষয়ে যায় এখানে ,
এত জঞ্জাল আবর্জনা চারিদিকে ,
কোথায় গেলে পাবে অবারিত সবুজ,
যেখানে বুক ভরে নিঃশ্বাস নিতে পারো।
মানুষের ভীড়ে বসে আছে সব হায়েনা, শকুন, সাপ ।
সবুজের চাষাবাদ হয়না এখানে নিরন্তর ।
যারে মনে করো আপন,
ভালোবাসো তুমি যারে সে হয় পর।
ভালোবাসা এখানে অলীক স্বপ্ন মনে হয় ,
ভালোবাসার পংতিমালা
মেঘের সাথে
যায় উড়ে দূরে দূরে বহুদূরে ।
নীল আকাশে সাদা মেঘের স্বপ্ন দেখে মন,
সব রয় অধরা ।