বিরহী বসন্ত কি তুমি?
আশেপাশের সব পাতারা শুধু ঝরে পরতে চায়।
খুঁজে বেড়াই রঙিন পাতা,
পাখীর কলতান, তারারা সুদূরে হারায়।
বিষন্ন মন খারাপের দিন সম্মুখে উপবেশন করে।
দূরে দূরে চলে যায় আলোকিত চাদঁ,
অমাবস্যা সম্মুখে এসে দাড়ায়।
আলোকের অপেক্ষায় কেটে যাক সময়,
শীতার্ত যেমন থাকে সূর্যের অপেক্ষায়।
কুয়াশার ভীড়ে রেখে যায় পদচিহ্ন ভালবাসার,
উপেক্ষিত যে জন।
ফুরাবে বসন্ত উৎসবের আয়োজন ,
তবু সে কি ফিরিবে আর ?
ব্যর্থ সব আয়োজন ,
আলোকের প্রার্থনা, সব সাধনা।