শরতের সাদা কাশফুল অথবা
হেমন্ত আসুক পৃথিবীর পরে
ভোরের নরম রোদে কিংবা
কুয়াশার চাদরে ,
শীতের পরশ আসুক এখানে সেখানে
শিশিরের স্পর্শে , সকাল অথবা সন্ধ্যারা হোক মায়াময়।
বসে আছি আমি বসন্তের রঙ্গীন আলোয়।
আমারে দিয়েছে অসীম প্রেরণা,
মুগ্ধ করেছে দূর নক্ষত্রের আলোর মত।
একাকী সন্ধ্যায় জোনাকীর পিছনে
ছুটে চলা কিশোরী যেন ।
হৃদয়ের ইচ্ছারা যেমন পথ খুঁজে পায়
গোধূলীর মায়ায়।