সবার হৃদয় আজ
জটিল থেকে জটিলতর হচ্ছে ,
মিথ্যারই জয়জয়কার
সত্য তাই পালিয়ে বেড়ায়,
স্বপ্নগুলো পড়ে থাকে এলোমেলো আঙিনায়
বিকৃত মূর্তি হয়ে।
এখানে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে হাজারো প্রেতাত্তা
যারা গিলে খাচ্ছে আস্ত
মানুষের দেহ ,
প্রকৃত মানুষ তাই পালিয়ে
বেড়ায় ভীতসন্ত্রস্ত হৃদয় নিয়ে।
কোন একদিন দেখবো হায়
মানুষগুলো মিউজিয়ামে আর
প্রেতাত্মা ঘুরে বেড়ায় শহরের অলিতে গলিতে।
সেদিন আর দুরে কোথায়?