ছোঁয়া আঙ্গিনায় একাকী
অপেক্ষায় ।
ভালবাসা যদি পাই,
পাড়ি দিতে পারি সাতসমুদ্র
তেরো নদী,
সইতে পারি সীমাহীন বেদনা ,
চলতে পারি অনেক
কণ্টকাকীর্ণ পথ।
ভালবাসা ছেড়ে থাকার নেই
কোন ইচ্ছা আমার নেই,
ভালোবাসি, ভালবাসি, অনেক ভালবাসি।
ধরে রাখার কোন উপায়
জানা নেই ভালোবাসা।
বাস্তবতার কাছে
বড় অসহায় এই আমি ।
তোমাকে ছাড়াই কাটাতে
হবে দিনকাল ।
আমার প্রার্থনা ,
কষ্ট দিও না, করো না প্রতারণা।
ভালোবেসে প্রতারণা
শেখেনি হৃদয় ।
বড় বেশি যন্ত্রণা দেয় স্বপ্নগুলো ।
হাতটা ধরে থাকার জন্য
কতটা পথ পাড়ি দিতে পারি।
ভালোবাসা, তুমি বোঝ?
কষ্ট তো নিত্যদিনের সঙ্গী আমার ।
বেদনা ভিতরে বাহিরে অন্তরে
সব খানে ।
জীবন কি থেমে থাকে কভু?
চলছে চলবেই।
শুধু দেহঘড়িটা বন্ধ হয়ে যাবে একদিন।