যার জন্য আপেক্ষা ছিল প্রতিনিয়ত ।
আকাশ, জোসনা আর বাতাসের সুগন্ধ
হাত বাড়িয়ে ধরতে চাইতাম
ফিরে আসতো পাথর হয়ে।
বিশ কি পঁচিশ বছর আগের গল্প বলছি,
পূর্ন যৌবনে যে সময় গুলোতে ব্যথিত হতাম
কষ্টে মরে যেতে ইচ্ছা হতো, ইচ্ছে করতো আত্মহত্যার।
অন্ধকার সময়গুলো কাটিয়ে
এখনো বেঁচে আছি। যন্ত্রনা গণনা
করতে করতে আত্মার পূর্ন জন্ম হয়।
পঁচিশ বছর আগে যা কখনো ভাবিনি
জীবনমৃতের নতুন কাহিনীর সংস্করণ হবে।
একদম নতুন।
মনে হয় শুধু অপেক্ষা করি মৃত্যুর
এটাই জীবনের অনিবার্য সংস্করণ
বাকী সব মিথ্যাচার। খুজি স্বর্গগামী সিঁড়ি,
সম্পর্ক, ভালোবাসা ,পৃথিবীর সব,
সবকিছুই বড় স্বার্থপর।