হেরে যাওয়া গাংচিল জীবনের কাছে
কখনো খুঁজে না নতুন গন্তব্য ।

পৃথিবীর পথ ছেড়ে, বসে থাকে অন্ধকারে একাকী,
উড়ে উড়ে ঘর ছেড়ে ভেসে গেছে ঝড়ে।
একাকী প্রান্তরে খোঁজে শান্তনা।
পেরিয়ে যেতে পারে যেন জীবনের মহাসমুদ্র,
খরস্রোতা নদী অথবা ঝড়ের রাত্রি।

ভেঙ্গেছে যার নীড়ের ঠিকানা,ভাঙচুর মন
পৃথিবী কাছে শুধুমাত্র অভিমান
কাঁথা সেলাই এর মত করে জুড়ে দিতে চায়
জীবনের সব ক্ষতগুলো, ক্ষতিটুকু।
পরাজিত মন তার, ভেসে চলে মেঘের সাথে
হেরে যাওয়া নাবিক । স্বপ্ন দেখে।