আমি এক জনৈক ফুটবল,
লাথিই যার পুরস্কার
লাথিতে লাথিতে জড়ানো
এই জীবন।
রক্তাক্ত দেহ, ছিন্ন মস্তক রক্তাক্ত উল্লাস জনতার, এইসবই
যার পুরস্কার ।
জরাজীর্ণ, রুগ্ন শীর্ণকায়
দেহ আজ আমার ,
পড়ে আছে স্বপ্নহীন দীর্ঘ রাস্তায়;
শতাব্দীর অন্তহীন আগুনের শিখায়।
এটাই বিধিলিপি, আমি তো তোমার নিভৃত প্রতিক্ষায়
অধীর উন্মুখ।
মৃত্যুর পর ও আমি খুলে
রাখবো এই চোখ।
দেখবো তোমাদের
সযত্ন অপমান ।
তবুও তো ভাবতে চাই , শেষ হয়
রাত্রির অন্ধকার
যেন এক ছটকায় বদলে ফেলি চতুরঙগ।