অনেক পথ হেঁটে হেঁটে ক্লান্ত পান্থ অন্ধকারে হারালো পথ ।
একাকীত্ব ,মলিনতা আর ধূসর যাত্রা পথ,
পংকিলতায় ভরা।পথের শেষ কোথায় ?
সে কি জানে? বিষন্ন পথিক পথ হারায় বারবার ।
দুঃখ তাকে সঙ্গী করে পথ হাঁটে ।
অন্তহীন পথ পাড়ি দেবে কি করে?
পাখির মত ডানা ঝাপটায়।