কাব্য ও চিত্রকলার সম্মিলন
শুধু তোমাতেই সম্ভব ।
বহু সাগর নদী পেরিয়ে পৌঁছালাম
এসে তোমার বন্দরে।
তুমি কোথায় হারালে ?
রাত্রির নির্জন মুগ্ধতা আমাকে
বিরহ বুঝিয়ে দিয়েছে।
অন্ধকারে, সবুজ গাছের
ফাঁকে; জোনাকিরা যেখানে
খেলা করে। সেখানে
পরে থাকে আমার মনজোনাকি।
অন্ধকার জানে আমি
তারে ভলোবাসি কতটা।
সে বন্ধু আমার,
সে বোঝে আমার মুগ্ধতা ,
শীতল হিমেল বাতাস,
মন উচাটন।
চাঁদের জ্যোৎস্না আমাকে
বিরহের আমন্ত্রণ জানায়।
হই তাই বিরহী।