কুয়াশা আকাশজুড়ে।শীতের হিমেল হাওয়া,
বিষন্ন আমেজ চারিদিকে।
প্রকৃতির বিষন্নতা মনের বেদনা একাকার সব।
পৌষের ভোরে একাকী মন ভালবাসা চায়,
মাছরাঙার , দোয়েলের কিংবা রাঙা শিমুলের।
হেমন্তের ভোরে শিশিরের ঘ্রানে মন মাতাল।
ভেজা সবুজ ঘাস , প্রকৃতি।
আমাকে জানায় আমন্ত্রণ ।
আমি ছুটে চলে যেতে চাই প্রকৃতির শীতলতায়।
আমার এ সবুজ শ্যামল পাহাড় নদী
আমায় সত্যি ভালবাসে,
এর চেয়ে বেশী কিছু কি প্রয়োজন ?
আমি অন্ধকার ।
বাতাসে শুকনা পাতার শব্দ ,
জোনাকির আলো, সবাই আমার বন্ধু ।
তাদের সাথে আমি একাকী কাটাতে
চাই বিষন্ন সময়। তোমার কি
প্রয়োজন? তুমি দুরে থাকো অথবা কাছে ?
সূর্য হারিয়েছে তাতে কি
আমার আছে প্রকৃতির আধার।