চারিদিকের কোলাহল।
দূরে কোথাও হারায় মন সবুজের মাঝে,
পাখির গান, নীল আকাশের সাদা রঙের মেঘের সাথে।
শরতের কাশবনের পাপড়িরা যেখানে মন হারায়,
সেখানেই ছুটে যায় বাউল প্রাণ ।
অন্তহীন অন্ধকার অরণ্যের অধিকার চাই,
চড়ুই পাখির মত উড়ে যেতে চাই অসীম নীলিমায়।
ব্যাকুল প্রাণ এই হারায় পথ,
যাবে কি অন্তহীন অন্ধকার অরণ্যের শেষে?
হরিৎ বনের শ্যামলিমার সাথে
চির ব্যাকুল প্রাণ হারায় ,বিষন্ন মন খারাপের দিনগুলো ।
অবসান হোক রাত্রির । স্বপ্নরা হাতছানি দেয়,
একটুকু আলোর চিহ্ন হয়ে ধরা দেয় মনবাগানে।
তারি আশায় কেটে যায় অনন্তকাল,
বিষন্ন মন খুঁজে পায় আলোর স্বপ্ন।