অন্ধকারেই থাকি বসে,
আছে অন্য রকম গভীর আলো আঁধারের।
দূর যতদূর চোখ যায় ,
অবারিত অন্ধকার অরণ্যের হাতছানি।
নতুন আলোর স্বপ্নে চোখ মেলে তাকাই,
স্বপ্নের ভালোবাসার হাতছানিতে যখন ভুলে যাই।
অবহেলা এসে পথ রোধ করে দাড়ায় বারবার।
উপেক্ষিত যে চিরকাল ,সে কি ভীত নতুন অবহেলায়?
দুঃখ পথ দেখায়,
অবহেলা শেখায় নতুন আলোর স্বপ্ন।
একাকীত্ব সৃষ্টির অনুপ্রেরণা, সব কবিতার,
নতুন দৃশ্যকাব্যের কিংবা নতুন গানের ।