গাঁঢ় অন্ধকারে ছেয়ে গেছে এই পৃথিবী
সূর্য আলো দেয়া বন্ধ করেছে সেই কবে ?
ভালবাসা , প্রেম আর ভাল কাজের অনুপ্রেরণা ;
হারিয়েছে সব । সব বিলিয়েছে ভালবাসার তরে !!!
শোনা কি যায় ? অমরপ্রেম হারিয়েছে সভ্যতার অন্তরালে।
পাবেন সবকিছুই পৃথিবীতে ,শুধু পাবেন না সত্যিকার ভালবাসা
আর ভাল কাজের অনুপ্রেরণা ।
অন্ধকারের বুকে সাঁতার কেটে কেটে ক্লান্ত পথিক সব ।
গোধূলী বেলায় খুঁজে পেতে চায়
ভোরের সূর্য কিরণ ,
স্বপ্নচারী এক।