এক্সাম ভাল হোক রইল এ কামনা ।
এ জীবনে কতো সাধ আর কতো ছিল বাসনা ।
সময়ের মারপ্যাঁচে ফেঁসে গেছি হায়রে
ছোট্ট পি এল এ কি পড়া শেষ হয়রে ?
এতকাল কি করেছি ,ভেবে আমি অস্থির ।
এই ভাবা কেন ভাবি ?থাকি যথাস্থানে স্থির।
মনে পড়ে,বারে বারে , গত কয়েকটি মাস
পরিবার ছেড়ে হলে থাকি ,সঙ্গে থাকে দীর্ঘশ্বাস ।
এখানে আমার মতন অনেক মানুষ ,নতুন নতুন মুখ
সবার মাঝে নতুন আমি খুঁজে পাই সুখ
কিন্তু সবাই আমার পরিবার নয় , এটা বুঝতে পারিনি ।
আপন ভেবে কাছে গিয়ে ,পর গণ্য হয়ে ফিরেছি ।
আমার জীবনের সকল ভুলের ক্ষমা হোক মার্জন ।
এক্সামে দাওয়ার সাথে তাই দোয়ার বিশেষ প্রয়োজন ।