আমরাও কত অদ্ভুত
মাতৃভাষার তরে লড়াই করি
বড় পদে, বড় আসনে বসে
আবার ইংরেজিতেই বড়াই করি ।
যুগের সাথে তাল মেলাতে
ইংরেজিটাও লাগে
তাই বলে কি বাংলাভাষাও
ইংরেজিতে লিখতে হবে।
জারি-সারি সবই ছাড়ি
জাস্টিন বিবার যেখানে হাল ফ্যাশান
সেই দেশের মাতৃভাষা দিবসের নাকি
রয়েছে আন্তর্জাতিক সম্মান ।
আমরাও কত অদ্ভুত জাতি
বছরে একটা দিন বাঙালি হওয়ার গর্ব করি
আর করবই বা না কেন?১৯৫২ সালে
পৃথিবীতে মাত্র আমরাই মাতৃভাষার তরে লড়াই করি