আমার পরিচিতরা কয়েকবার হারিয়েছে আমায়
আর আমি হারিয়েছি , আমার পরিচয় ।
যেন আকাশে অনেক মেঘ , ঘুমন্ত সূর্যটা আড়ালে
আমার চোখে তপ্ত শিশির, হারিয়ে যাবার নয়!!
আমি ভুল করে ,বারে বারে ভুল করি ।
ক্ষমা চেয়ে যেন আরও ভুল করি ।
ভুবন পীড়ায়, আমি অসহায় ।
আমার কোন কূলে নাই ঠায়।
মিথ্যা দোষে অথবা মানুষের ক্রোধে,
বিলুপ্তপ্রায় আমার পরিচয়।
আমি সেদিনের অপেক্ষায়
যেদিন গাইবে সবে সমস্বরে
“সত্যের হোক জয়...
সত্যের হোক জয়’’।