বাবা মায়ের একটি সন্তান,
ওরা সুখি পরিবার !
মন কান্দে প্রাণ কান্দে ,
বাবুটার ভাই-বোন দরকার।
আরো পাঁচজনা জন্ম নিলো ,
ওরা বাবু সহ ছয় ।
জায়গার অভাবে, তাদের
বেশ ঠাঁসাঠাসি হয় !!!
ছয়জনার দেখভালেই
বাবা-মা হিমশিম খায় ।
অযত্ন ,অবহেলায় শিশুরা
ভুগছে, পুষ্টিহীনতায় ।
বাবা-মা নাকি আরো
সন্তান নিবে চার !!!
বড় হয়ে, সন্তানেরা বাবার
সামলাবে কারবার ।
অপরিকল্পিত ভাবে বাবা-মা
করছে এটা কি!!!
দেশকে দিবে দুর্বল নাগরিক,
দিয়ে সন্তানকে ফাঁকি ।
বাবা-মা র কাছে
সন্তানের রইল আবেদন,
দেশ ও দশের স্বার্থে ,
প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ ।