একটা দানবাক্সে আমার ভালবাসা ,
জমা রেখেছিলাম ।
ভেবেছি ,এটা ততোটাই সুরক্ষিত
যতখানি আমি মায়ের কোলে ছিলাম ।
দানবাক্সটা জানে না কোন ভাষা।
শুধু নিয়েছে আদর দিয়েছে আশা ।
এতটুকু তার নেই কৃতজ্ঞতা বোধ
অকৃতজ্ঞ জাতি বড়ই নির্বোধ !!
কতনা যতনে তাকে ভরেছি রতনে,
কতটা খেটেছি তার প্রয়োজনে,
বিনিময়ে ঘৃণা ,ধিক্কার আর ...
প্রতারণা রইল আমার জন্যে ।
যখন আমি দুর্বলপ্রায়,
তার স্মৃতিতে বিভোর
মানবতাহীন সে তো আসেনি কাছে,
খুলে ঘরের দোর।
কি করবো আমি মনে হতেই
একা থাকার শপথ নিলাম ।
অবশেষে ......
দানবাক্সটা দান করে দিলাম!!!