বন্ধু ,তোদের বাসি ভালো ।
কারন, বন্ধুত্ব অনেক দামি ।
তোদের ছাড়া আমার জীবন
শূন্য মরুভূমি ।
‘বন্ধু’ বলে ডাকবি যখন
আসবো আমি ছুটে।
না আসলে বুঝবি,
বন্ধু আছে সংকটে ।
তোরা যদি বৃক্ষ হোস ,
আমি হবো তার পাতা ।
রোদ হোক আর বৃষ্টিই হোক
হবো সঙ্গহীনের ছাতা ।
এমন বন্ধু ,কোথায় পাবি
জলে অথবা স্থলে ?
দোহায় বন্ধু,যেখানেই যাই
যাইস না আমায় ভুলে ।