বিষয় নির্বাচন হবে বিধায়
ছাত্রটি পরে বিষম দ্বিধায় ।
কোনটা বাদে কোনটা নিবে
মাথা পাগল ,এসব ভেবে।
মা বলে ঐ টা ভালো।
বাবা বলে আরেকটা ।
মন বলে দুইটায় নেরে
পরে বুঝিস ফারাকটা ।
ছাত্রটি ভীষণ পাংচুয়াল
পরিশ্রমী আর লজিকাল
তাই বছর আগে ভর্তি ফর্মে
প্রথম চয়েস aeronautical.
Aeronautical এর দুইটা ছেলে
Aerospace আর Avionics
ভালো হবে কোনটা নিলে
ছাত্রটি তাই ইন আ ফিক্স!!