আজ অনেক কাজ ,সপ্ন আমার যাবে বাড়ি ।
কাল আসবে সকাল ,মন রাজ্যে দিব পাড়ি ।
ট্রেন ছুটে চলেছে ,দারুন ভাল লাগছে ।
ফেলে আসা শৈশব , বারে বারে মনে পড়ছে ।
দূষিত শহর ছেড়ে , দুশ্চিন্তা ঝেড়ে ফেলে ,
বিজয়ের হাসি তাই হাসছি ।
গ্রামের সন্তান আমি ,গ্রামে ফিরে আসছি ।
   ২১-০১-২০১১