লোভে লোভে বাড়ে ভোগ
ভোগে ভোগে বাড়ে রোগ।
রোগে রোগে মহামারী
ঘরে ঘরে আহাজারি।

ফুলে ফেপে কারবারি
রাতারাতি গাড়ি বাড়ি।
মাঝে মাঝে ধরা ধরি
থেমে যায় তাড়াতাড়ি।

ধনী হয় আরও ধনী
ঋণে ঋণে বড় ঋণী।
তবু তাঁরা জ্ঞানী গুণী
দেশ নিয়ে মহাজনি।

মেধাবীরা মা'র খায়
চাঁদা বাজ পার পায়।
ক্ষমতায় পাতি নেতা
দিনে দিনে বড় হোতা।

অনিয়ম অনাচার
প্রতিবাদে কারাগার।
তোষামোদি চাটুকার
গদি ঘরে বার বার।

সয়ে সয়ে অসহায়
তিলে তিলে মরে যায়।
সাহসীরা বোবা প্রায়
দিশেহারা নিরুপায়।

মোনাফেক তাবেদার
নীতি হীন পেশাদার।
তোমাদের রোজগার
পাপে পুড়ে ছারখার।
…..........................