উচ্চাভিলাষী রাজনীতি,
ভোগবিলাসী অর্থনীতি,
ইতিহাসের বিকৃতি,
ধর্মহীন সংস্কৃতি,
তোষামোদির স্বীকৃতি,
ধনবানের আকৃতি,
ঋণ খেলাপীর সুযোগ বাড়তি,
ব্যাংকের তারল্য ঘাটতি,
পুঁজি বাজারের পতন অস্বস্তি,
মজুদদারের মহা স্বস্তি,
লোক দেখানো প্রেমপ্রীতি,
ভোগ দখলের মতি গতি,
দ্রব্য মূল্যের ঊর্ধগতি,
ধ্বংস প্রায় প্রকৃতি,
কথা কাজের অসঙ্গতি,
ভিন্নমতে অসম্মতি,
নাটক আটক অগুনতি,
পাপাচারের অব্যাহতি,
চোরে চোরে সমজাতি,
অবিচারের অবিচ্যুতি,
খুন ধর্ষণের অবিরতি,
আত্মিকরণে আত্মরতি,
সিংহাসনে অভিরতি,
দুর্বোধ্য ভাবমূর্তি,
দাবি দাওয়ায় অগ্নিমূর্তি,
আত্মসাৎ এ আত্মাহুতি,
অত্যুষ্ণ অদিতি,
অধিনায়ক অধিপতি,
দেশ বিদেশে অখ্যাতি,
নেতৃত্বের অধঃগতি,
জনগণের মনে অশান্তি,
জননেতার দেদার শান্তি,
জীবন মানের অবনতি,
এগুলো কি টেকসই উন্নতি?

----------------------