বাঁচতে টাকা
মরতে টাকা
টাকার পিছে ঘুরছে চাকা
টাকা ছাড়া সবই ফাঁকা।
রাজা প্রজা
শাস্তি সাজা
টাকার হারে মরা তাজা
টাকার টানে বক্র সোজা।
পরের টাকায় পরের যায়গায়
বাঁধছে কেহ ঘর,
টাকার মায়ায় টাকার ছায়ায়
ধরছে কেহ বর।
টাকার জোরে নেশার ঘোরে
করছে মানুষ খুন,
টাকার লোভে ভীষণ ক্ষোভে
কাড়ছে পাতের নুন।
লুটছে টাকা
ছুটছে ঢাকা
গাড়ী নারী অট্টালিকা
চাল চলনে গড্ডলিকা।
টাকায় চিনে
টাকায় মানে
টাকা থাকলে সব আপন
বাড়ছে টাকার প্রজনন।
টাকার মালিক জমায় যত টাকা
পায়না তাঁরা তাঁদের টাকার দেখা,
লাভের লোভে নষ্ট যত কারবারি
পরের ধনে করছে তারা পোদ্দারি।
টাকা তোমার হবে গলার কাঁটা
ফাটবে কপাল পড়বে পিঠে ঝাটা,
থাকবেনা রে পালানোর পথ ব্যাটা
যাদের টাকা তাদের কাছেই পাঠা।
………………………………………….