গন পিটুনিতে মানুষ মরে
উন্নয়নের রাজপথে,
মানুষ মরে মশার কামড়ে
পরিচিত রোগ ডেংগুতে।
মস্তকহীন শরীর ভাসে
নদী, পুকুর, জলাশয়ে,
মানুষ মারার ধুম পড়েছে
মধ্যম আয়ের লোকালয়ে।
মানুষগুলো মানুষ করার
জিকির ফিকির করলো যারা,
মানুষ দিয়ে মানুষ মারার
খেলা দেখেও নিরব তাঁরা।
পোষাক তৈরি শিল্পে কর্মী
গতর খেটে পায়না মজুরী,
ঈদ উৎসবে বেতন বোনাস
দিতে হাজার ছল চাতুরী।
প্রবাসী দের টাকায় দেশ
স্বনির্ভর এক বাংলাদেশ,
বিদেশ গমন সহজ করন,
চিন্তা ভাবনা নেই বিশেষ।
ঘাম ঝরিয়ে কৃষক ফলায়
সবুজ খেতে সোনার ধান,
আমদানিতে বাজার হারায়
জ্বালায় আগুন হারায় মান।
স্যাটেলাইট, সিন্ধু বিজয়
মানবতায় শীর্ষে দেশ,
চ্যালা চামচার ভালবাসায়,
গদির বয়স বাড়ছে বেশ।
প্রতিপক্ষের মতামতের
নেই যে কদর, নেই যে দাম,
দাবি দাওয়ায় অগ্নিমূর্তি
জপলে খুশী খাজার নাম।
----------------------