তুমিই শুধু বুঝ মোর-
রং চটা হৃদয়ের রসায়ন;
কাম-ক্রোধ, লোভ-ভোগ,
মায়া- মোহ, প্রেম -রোগ,
উদ্ধত ভয়াবহ মিশ্রণ।
তুমিই শুধু বুঝ মোর -
দৃষ্টির দূরন্ত আয়তন;
নারী থেকে নরকের তলদেশ,
স্বর্গীয় হুর দের সমাবেশ,
বিষাক্ত বিব্রত বিচরণ।
তুমিই শুধু বুঝ মোর-
চিন্তিত চেতনার আচরণ;
ভবঘুরে যাযাবর বিশ্বাস,
অস্থায়ী অস্থির আশ্বাস,
ভ্রান্তির বেড়াজালে বিপণন।
তুমিই শুধু বুঝ মোর -
নিন্দিত কামনার ব্যকরণ;
আসক্ত বাসনার নিঃশ্বাস,
অবাধ্য বেহায়া উচ্ছ্বাস,
লালসায় লালায়িত অকারণ।
তুমিই শুধু বুঝ মোর -
অতৃপ্ত স্বত্ত্বার আয়োজন;
প্রাপ্তির প্রাণান্ত আরাধনা,
অবৈধ আহরণে প্রতারণা,
হিতৈষী জাহিরের প্রহসন।
তুমিই শুধু বুঝ মোর -
বিদেহী আত্মার বিয়োজন;
বেসামাল বেহিসেবি অয়োময়,
জীবনের লেনদেন সঞ্চয়,
নির্মম নিয়তির বিবরণ।
তুমিই দিতে পার মোর-
বিশুদ্ধ মরণের আসাদন;
উড্ডীন- উজ্জ্বল -বিকশিত,
স্বীকৃত- স্মরণীয় -সজ্জিত,
আলেখ্য আলোকিত বিভাজন।
…..........................