ভাগ্যবতী মোবাইল ফোন ;
তোমার গুণে
তোমার ধ্যানে
লক্ষ কোটি জনগণ,
ন্যস্ত নয়ন
ব্যাস্ত ভীষণ
দিবা রাত্রি সারাক্ষণ।

মনমোহিনী মোবাইল ফোন ;
মন কেড়েছ
ঘর ভেঙেছ
নেশাগ্রস্ত পাগল মন,
মত্ত তোমায়
নষ্ট মায়ায়
পর করেছ আপনজন।

গর্ভে তোমার তথ্য ধন ;
কন্ঠে সুর
রন্ধ্রে নূর
পাপ পুণ্যের গহীন বন,
কেহ বন্য
কেহ গন্য
মানবতার  মান্য জন।

মহা বিস্ময় মুঠো ফোন;
মুঠোয় বসে
জগৎ চষে
লক্ষ যজ্ঞের আস্ফালন,
মানবকূলে
দুঃখ মূলে
মহান সুখের বিস্ফোরণ।
-------------------------