জনগনের জমানো টাকা
তোমরাই শুধু একা
করনা কুক্ষিগত,
এতে সম্পদ বাড়েনা
এতে কল্যাণ আসেনা
হয় কষ্ট পুঞ্জীভূত।
বলছো কর্মসংস্থান
বলছো শিল্পের উত্থান
তোমরাই কারিগর,
কেন বেকারত্বের শ্বাস
ভাঙে আমাদের বিঃশ্বাস
ভাঙে স্বপ্নের ঘর?
করেছ ওয়াদা ভঙ্গ
অন্যের ধনে রঙ্গ
বিলাস জীবন যাপন,
আছো যাঁদের আশ্রয়ে
একে অপরের প্রশ্রয়ে
রবেনা তাঁরা আপন।
ঠেকলে দেয়াল পিঠে
রক্ত ঝরে মাঠে
পালানোর পথ থাকেনা,
যদি বুঝ এই সত্য
জেনে নাও কিছু তথ্য
জুলুমের ভিত টিকেনা।