তুমি, মিথ্যা ;
সত্যকে করিতে হত্যা
সত্যের মাঝেই হারাও
তোমার সত্তা।

আর, সত্য;
আলোয় আলোয় নিত্য
উদিয়মান সূর্যের মত
বর্ধিষ্ণু বিত্ত।

তুমি, পাপ;
বিধাতার অভিশাপ
ইহকালে পরকালে
দীর্ঘ বিলাপ।

আর, পূণ্য;
স্বর্গের সুখ অরণ্য,
নির্লোভ ত্যাগীর,
প্রাপ্তি অনন্য।

তুমি, শত্রু ;
লোক দেখানো মিত্র,
ভিতরে লুকানো ধ্বংসের
বড় ক্ষেত্র।

আর, বন্ধু;
নির্দোষ, নির্দ্বন্দ্ব সিন্ধু,
নিরুৎসুক, নির্মল নির্যাস
প্রতিটি বিন্দু।

তুমি, মরণ;
জীবন মিশ্রণে দহন,
অজ্ঞাত মহা সত্য
হঠাৎ ক্ষরণ।

আর, জীবন ;
সৃষ্টির এমনই ধরন,
মরণের পরেও জীবন্ত
বিস্ময় সৃজন।
----------------+-------------