দিনের আলোয় পালায় রাতের
কৃষ্ণ অন্ধকার,
জীবন গেলেও যায়না জাতের
হিংস্র অহংকার।
জ্ঞানের আলোয় বিবেক জাগায়
মুর্খ অসহায়,
প্রেমের আভায় জগৎ ভাসায়
মুগ্ধ লোকালয়।
ভোগের বিলাস বাড়ায় পিয়াস
মোহের তাড়নায়,
চাওয়া পাওয়ার ক্ষুধা মেটায়
ত্যাগের মহিমায়।
ক্ষোভের দহন, লোভের ক্ষরণ
মনের মোহনায়,
রোগের গোপন বীজের রোপণ
ছড়ায় চেতনায়।
সময় ফুরায় হেলায় খেলায়
হিসাব মিলে নাই,
অভাব নেশায় লাভের পেশায়
স্বভাব পুড়ে ছাই।
পাপের পিড়ায় বোধের উদয়
রাঙায় যে হৃদয়,
এপার মরন ওপার জীবন
সাজায় দয়াময়।
…..........................