হায়রে আমার স্বপ্নে ঘেরা
যত্নে গড়া ঢাকার শহর,
হায়রে আমার রত্ন ভরা
মুক্ত ধারার মধুর নহর।

তোমার বুকের ভেতর দিয়ে
গজায় হাজার অট্টালিকা,
তোমার পিঠের উপর দিয়ে
হাঁকায় অযুত লক্ষ চাকা।

তোমার চোখে ভাসতে দেখি
উন্নয়নের বিশাল বহর,
হায়রে আমার মন মাতানো
সুখ জাগানো ঢাকার শহর।

তোমার রূপের ভাঁজে ভাঁজে
আসক্ত দের নেশার আঁচড়,
ভোগের মোহে বিভোর হয়ে
পাপের রোগে সমাজ কাতর।

তোমার ঘরে দিবারাত্রি
চলে মদের জুয়ার আসর,
হায়রে আমার চোখ জুড়ানো
প্রাণ দুলানো ঢাকার শহর।

তোমার ঘাড়ে বসত করে
ঋণ খেলাপী, মুনাফা খোর,
তোমার হাটে ব্যবসা করে
তৃণমূলের পুঁজির চোর।

তোমার কোলে খোয়াব খেলে
ভন্ড জালিম চাঁড়াল ইতর,
হায়রে আমার পরম আপন
মায়ার ভুবন ঢাকার শহর।

ফিরবে তোমার অতীত আবার
নুতন আলোর ঝিলিক নিয়ে;
শোষণ ভাষণ বিভেদ ভুলে,
ত্যাগের কঠিন মূল্য দিয়ে।

রাঙিয়ে সবার জীবন মরন
থাকবি জুড়ে স্মৃতির ভিতর,
তুইযে ধরার পরশ পাথর,
ভিন জীবনের অসীম প্রহর।

ওগো আমার জগৎ জঠর
ওগো আমার দুখের দোসর।
তুইযে গভীর প্রেমের সাগর
তুইযে আমার হৃদয়মোহর।

…..........................