সুস্থতা সৌভাগ্যের ধন
অসুস্থতায় বুঝে মন,
সচ্ছল স্বেচ্ছাচারী
অনটনে করে ক্রন্দন।
যৌবনে মিটিয়ে আশ
বার্ধক্যে কেন হাহুতাশ,
থাকতে সময়, সময়ের
মেলায়নি হিসাব নিকাশ।
মিতব্যয়ী অল্পে তুষ্ট
ছোঁয় না অভাব তার,
অপচয়ে স্বভাব নষ্ট
অপ্রতুল পরিনাম যার।
অতিকথন কণ্টকময়
মিথ্যাচারের অর্চনা,
মিতভাষী সহজবোধ্য
শিষ্টাচারের মূর্ছনা।
অসঙ্গতির সারাৎসার
বিলম্বিত বোধোদয়,
সমাধানের বিধান পড়
বদলে যাবে সুনিশ্চয়।
-------------------------------