গোটা খায়, মোটা চায়
রাত দিন খাই খাই,
মাঠে খায়, ঘাটে খায়
মুখে হায়, নাই নাই।

গাড়ি খায়, বাড়ি খায়
নারী খায়, হাড়ি খায়।
পুঁজি খায়, রুজি খায়
জান খায়, মান খায়।

বুকে বসে সুখে খায়
তবু থাকে হতাশায়।
ভরা পেটে খিদে পায়
রোগ তার; যায় যায়।

টাকা খায়, ঢাকা খায়
ব্যাংক খায়, র‍্যাংক খায়।
আগা খায়, গোড়া খায়
কাঁচা খায়, পোড়া খায়।

নদী খায়, গদি খায়
গতি খায়, মতি খায়।
নেতা খায়, নীতি খায়
দূতী খায়, পতি খায়।

সবুজ ত্রিভুজ খায়
অবুঝ মগজ খায়।
লুটেপুটে চেটে যায়
চিবিয়ে চিবিয়ে খায়।

যা'ই পায়, তা'ই খায়
দিন দিন বাড়ে দায়।
পাই পাই ফিরে চায়
আশি গুন ফাঁসি রায়।


-------------------------