যদি আমানত কর খেয়ানত
স্বীয় ক্ষমতার বলে,
যাবে জামানত খোয়া আলবত
জেনো খেলাপের ফলে।

যদি অন্যের ধন-সম্পদ কর
ঐশ্বর্যের মূল আবরণ,
হঠাৎ করেই পড়বে খসে
চাকচিক্যের বহিরাবরণ।

লোভ লালসার তীব্র গতির
পরিণতি হে লাগামহীন!
হোচট খেলেই সব কামনার
খেলাঘর যে হবে বিলীন!

আগ্নেয়গিরির লাভার আগুন
জ্বলে, জ্বালায়, নিভে শেষে,
অহংকারের দহন আগুন
পোড়ে, পোড়ায় নির্বিশেষে।

সত্য মিথ্যা গুলিয়ে মিলিয়ে
চমক আপদে আবর্তন ,
সাময়িক স্বাদে সুস্বাদু বটে
বিপদজনক নির্মূলন।

……………………………….