চোখ মুখ মাথা
যদি থাকে যথা
তবে সেই গুণী
পরকালে ধনী।

লোভ ক্ষোভ ভোগ
ধ্যানে মনে যোগ
আনে দুর্যোগ
বাড়ে দুর্ভোগ।

ছোট ছোট ভুল
নরকের মূল
টুকিটাকি ভালো
কবরের আলো।

ত্যাগে ধৈর্যে তুষ্ট
মধ্য বিত্তে পুষ্ট
প্রচারে আড়ষ্ট
জাতি গোত্রে শ্রেষ্ঠ।

সত্য মিথ্যা বলে
তালে তালে চলে
সব কাজে আগে
অসময়ে ভাগে।

খোটা খোঁচা নিত্য
দিতে নাচে চিত্ত
নিজের বেলা সুক্ষ
বেশী গেলে রুক্ষ।

দোষ গুণে মেশাল
মানুষ কেন ভেজাল
স্রষ্টার এই সৃষ্টি
অজানা দূরদৃষ্টি।

…..........................