পুড়ছে দালান পুড়ছে চালান !
পুড়ছে মানুষ জন !
কাম-ক্রোধে লোভের আগুন !
পোড়ায় দেহ মন !
পোড়ার খবর ব্যবসা জবর
চর্বিত-চর্বন,
তর্কের ঝড় গোল টেবিলে
গর্বিত অর্জন।
কেউ দুষছেন, কেউ ফুঁসছেন,
কেউবা হাহুতাশ,
কারণ খুঁজতে হেঁচকা হেঁচকি,
কারোর সর্বনাশ।
হৃদয় রোগে সমাজ এখন
দারুণ দিশেহারা,
রাত পোহালেই যাবে ভুলে
ক্ষনিক পাগল পারা।
আগুন পোড়ায় বিষয় আশয়
বিবেক পোড়ে নেশায়,
সব আগুন ই নিভে যাবে
ধৈর্য্য ধরলে পেশায়।
-------------------------------