পাঠশালা
মাহফুজ আহম্মদ
মোর ছিল এক পাঠশালা,
বাড়ির কাছে সজন:
দুই চার জন।
সবুজ হাওয়ায় দুলছে
মাঠের উপর রই
ছিল কয় প্রান্তে দূরে, নদীর ধারে :
সকাল বেলায় দেখা হতো সবুজ মাঠে ;
সবুজ শ্রাবণে মেঘলা আকাশে!
সকাল,সন্ধ্যায় আহ্বান মাঠে.!
কড় ই গাছে নিম্ন স্থান মাঠে ছায়া,
ছড়িয়ে আছে ঘাসের উপরে মেঘ;
পাঠশালায় কত সজন ছিল।
এখন হয় তো নয়!
রেলপথে হেসে ভেসে কেটেছে কতই না বেলা