রূপ তাহার প্রতি ভালোবাসা প্রাণ,
আঁখি ছলছল–
প্রেয়সী!
তোমার প্রতি আমার ভালোবাসা শূন্য ছিলো না :
সীমান্ত ভালোবাসা দিয়েছি তোমায়,
হৃদয় জুড়ে তুমি শুধু;
বিকুন্ঠিত ভালোবাসা....
সমুদ্রয় বুকে আমি তোমাকে চেয়েছি,
ভালোবাসার পৃথিবীতে আমি তোমাকে চেয়েছি..!
জীবন্ত প্রাণ দিয়েছি, তোমার প্রেমে;
অনন্তকাল হৃদয়ে রয়েছো :
একান্ত তুমি আমার..!
মায়াবতী নারী ছিলে তুমি :
অনন্ত জীবনে আমি তোমাকে ভালোবেসেছি –
শেয়সী নীরা ..!
তাহার প্রেমের নক্ষত্র আমি:
আমার এক জীবনে আমি তাহারে চেয়েছি,
এই জীবনে আমি তোমাকে ভালোবেসেছি ..!
আমার মৃত্যুর আঙিনা তোমাকে চাইবে.:
আমার ভাঙা হৃদয়ে ফিরে আসবা?
তুমি কি আমার আকীর্ণ হবে?
মেঘ হয়ে থাকবা আমার কাছে..!
তুমি কি আমার নক্ষত্র হবে?
চন্দ্র আসানীড় তোমাকে দেখিবো..:
তুমি কি আমার হৃদি হবে?
সে ভাটা তোমাকে রাখবো.!
তুমি কি আমার আয়ন হবে?
সে আয়ন্দা তোমাকে দু'নয়ন জলে দেখিবো..
তুমি কি আমারি হবে?
তোমাকে আমার করে রাখবো,হৃদয়ে পিঞ্জিরায় রাখবো তোমায়..!