মালতী
মাহফুজ আহম্মদ
এই আলো ধরে রাখো মালতী
এই কবিতা গুজে রাখো হৃদয়ে..!
কি নিসর্গ প্রেমে
দেয়ালে
কবিতা লিখছি...
চলে যাবো হৃদয়ের আরও গভীরে –
তুমি প্রণয়ীর ঘোরে,
ভালোবাসোনি আমায়;
কাকে ভালোবাসবো বলো!
অন্য কাউকেও ভালোবাসি'নি..!
তুমি হওনি আমার মালতী :
আহ কি ছিলো তার মায়াবী!
আহ কি নিষ্ঠুর ভালোবাসা,
নিঝুম নক্ষত্রে নিঝুম নয়ন.:
টেনে নেইনি তোমার প্রীতি –
সে হারায়নি তবে আমি আমাকে হারিয়েছি;
এই হারাবার পথটা বহুদিনের চেনা!!
শুধু নেই সে মালতী,
যার নাম দিয়েছি জগত কুল প্রেমিকা..!!
আমি নক্ষত্র, চন্দ্র, সূর্য,সমুদ্র চাই’নি,
আমি চেয়েছি তোমায়.;
আমি তাহারে ভুলিব বলে পথে পথে আজ!
নিঝুম নক্ষত্রের রাতের এসেছি তোমার মাঝে,
পাইনি তোমায়’আমাকে ছাড়া:
কেবল মাত্র তোমাকে চেয়েছি,
হারিয়েছি আমায়,
তুমি এক মহামারী!
নক্ষত্র অদ্ভুত!তুমি অদ্ভুত!
অদ্ভুত মালতী!ভালোবাসা অদ্ভুত!
এই অদ্ভুত হৃদয় কুল: