তুই ফিরে আসিস না
মাহফুজা আক্তার এম.এ.কে

তুই ফিরে আসিস না
আমি মেনে নিবো না,
তুই নতুন ঠিকানা খোঁজ
ভীষণ ব্যস্তময় থাকি রোজ...!

তোর মুখের হাসি রাখ
যেথায় স্বস্তি সেথায় থাক,
তোর দরজায় আনাগোনা
আর কভুও করবো না !

তুই ভালো থাক অন্য আদরে
তোর ভাবনায় যাই যে মরে,
তবুও তুই ফিরে আসিস না
কাছে পেলে ছাড়তে পারবো না!

১৫-০৪-২৪ইং