তবুও ভালোবাসি ওই হাসি
মাহফুজা আক্তার এম.এ.কে
তবুও ভালোবাসি ওই হাসি
ওই না মায়াবী বদন খানি,
তবুও গোপনে ভালোবাসবো
যতই দূরে থাকি এইতো জানি ।
তোমার ওই হাতে হাত রেখে
সারা শহরতলি ঘুরবো রাতে,
আকাশের বুকে নীল কলমে
কাব্যরসে মাতবো তোমার সাথে ।
তুমি আমার হৃদ পাঁজরের
একক আতিথি এই মহাবিশ্বে,
সর্বক্ষণ শুধু তুমি মিশে থাকো
আমার চেতন অচেতন আবেশে ।
০৫-১২-২১ইং