প্রভুর গড়া ভুবন
মাহফুজা আক্তার এম.এ.কে

দূর আকাশে শশী তারা,
চুপটি করে দেয় পাহারা,
হতাম যদি পাখি ভবে,
উড়তাম ঐ না গগণ মাঝে,
মুক্ত ডানায় হৃদয় সাজে ,
পেতাম ছুটি তবে  ।

প্রভুর গড়া এই ভুবনে,
রঙ্গীন সর্ব আর কূজনে,
ফুলটি ফুটে বনে  ,
অবাক আমি দেখে সাধক,
গান গেয়ে যায় নবীন বাদক,
দিবা স্বপ্ন মনে  ।

বিশ্ব গড়া প্রকৃতির রূপ!
হিয়ার মাঝে উঠে রং সুপ,
অভিসার দাও প্রভু,
তাহার মাঝে ঝর্ণা পাহাড়,
আরো থাকবে মোহোনা পাড়,
যায় না ভোলা কভু  ।

নির্জনে এক দ্বীপদেশ পাওনি?
নির্যাস ঘাসে ঢাকা ছাওনি!
প্রাণ দোলে তা মানে,
থাকিতে চাই নিশি দিবস,
সে কাননে অপরূপ রস ,
জগৎ বার্তা জানে  ।

10-09-20
(স্বরবৃত্ত 4+4/4+4/4+2)