শব্দ মালা
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে শব্দ মালা
যার মাঝে মুগ্ধতা,
এই যে শব্দ মালা
যার মাঝে বদ্ধতা !
এই শব্দ মালা দিয়ে
কত কথা হয় রঙ্গিন,
এই শব্দ মালা দিয়ে
কত হৃদয় হয় মলিন !
এই শব্দ মালার সীমা
প্রিয়জনে হয় বাধাহীন,
এই শব্দ মালার সীমা
প্রয়োজনে হয় দ্বিধাহীন !
এই শব্দ মালার প্রাচীরে
শত হিয়া স্বস্তি পায়,
এই শব্দ মালার প্রাচীরে
শত হিয়া ভেঙ্গে যায় !
২১/১১/২৪ইং