তুমিহীন থাকতে পারি না
মাহফুজা আক্তার এম.এ.কে

মা'গো ! কবে তোমায় পাবো!
কবে তোমার কাছে যাবো,
এই ভাবনায় দিবানিশি কাটে
তোমায় ছাড়া প্রহর না'হি  কাটে!

মা'গো তুমিহীন থাকতে পারি না
সদা মনে পড়ে বোঝাতে পারি না,
তোমাকে ছাড়া এই শহরে
ভেসে উঠে তমসার বহরে!


মা'গো ও মা কেমন করে থাকবো
কেমন করে তোমার স্বপ্ন আঁকবো,
মা'গো তোমার কাছে যেতে চাই
এই ধরাবাঁধা নিয়ম ভাঙ্গতে চাই!

১২-০৩-২৪ইং