কেনো তুই বুঝিস না
মাহফুজা আক্তার এম.এ.কে
মনে পড়ে তোকে - প্রতি ক্ষণে ক্ষণে,
কেনো তুই বুঝিস না - থাকিস আনমনে...!!
তোর কথার মায়াজাল - স্বর্গীয় পবন,
কেনো তুই বহুদূরে - কেঁদে উঠে মন....!!
মনে পড়ে তোকে - প্রতি ক্ষণে ক্ষণে,
কেনো তুই বুঝিস না - থাকিস আনমনে...!!
কত শত যুগ - পেরিয়ে গেলো হায়,
তবুও তোকে - হিয়া ভুলতে নাহি চায়...!!
তোর স্মৃতির মশালে - হৃদয় পুড়ে যায়
আর থাকিস না দূরে - এবার কাছে আয়....!!
মনে পড়ে তোকে - প্রতি ক্ষণে ক্ষণে,
কেনো তুই বুঝিস না - থাকিস আনমনে...!!
০৪-০২-২৪ইং