মনে যে আঘাত করেছে
মাহফুজা আক্তার এম.এ.কে

পাথর ছুঁড়েছে হাজারো লোক
কিন্তুু মনে যে আঘাত করেছে,
সেই আমার প্রাণ প্রিয় মানুষ...!

ভালবাসি ঠিক ততই যত না
ওই আকাশ পাতালের দূরত্ব,
এ প্রণয় রবে যদিও হই বেহুশ...!

বহু বছর পর সেই চেনা স্বর
তবুও লাগবে অমৃতের মতো,
যেনো সদ্য স্পন্দিত কমলতা...!

যদিও এ দূরত্ব কোটি যুগ সমান
তবুও গাণিতিক সূত্রের সমাধানে
যেনো বলতে পারি জমানো কথা...!

১৮-১০-২৩ইং