কবে হবে প্রথম দেখা
মাহফুজা আক্তার এম.এ.কে

কবে আসবে সে হবে দেখা
সেই প্রথম দেখার স্বাদ,
প্রতিক্ষার ক্ষণ কাটে না
উঁকি দিচ্ছে নিঝুম চাঁদ !

যখন হবে প্রথম দেখা
হবে সুবাসে যে আলাপন,
শুভ্রতায় জাগবে ভূমি
প্রকম্পিত হবে গগন !

জারুল আর পলাশ বন
বাহবা দিবে অতি গোপনে,
ছন্দ দোলা দিবে সাদরে
জোয়ার হবে মন পবনে  !

(মাত্রাবৃত্ত ৫+৫+৫+৫)
২০-০২-২২ইং