ভেজা শহর
মাহফুজা আক্তার এম.এ.কে
সুদূর থেকে বিষাদ মেখে
পারই করো যদি প্রহর,
তবে কি হবে মিলন কাল
নাকি গোপনে ভেজা শহর?
চাইলে সব আড়াল রাখো
এতো টুকুন ভরসা দিয়ে,
বেলা পেরিয়ে সন্ধ্যা বেলা
দ্বীপে হারাবে জ্যোৎস্না নিয়ে!
(অষ্টাপদী মাত্রাবৃত্ত ৫৫৫৫)
০৬-১০-২১ইং