সিক্ত প্রণয়
মাহফুজা আক্তার এম.এ.কে

তোমার প্রতি আমার
মুগ্ধতা ক্ষণস্থায়ী নয়,
তোমার প্রতি আমার
প্রণয় স্নিগ্ধ শিশির নয়!

হয়তো আমরা এক সময়
দু'জনে বৃদ্ধ হয়ে যাবো,
শরীরের ভাঁজ পড়বে আর
চোখে কম দেখতে পাবো!

তবুও এই সিক্ত প্রণয়
বিন্দুসম কমতি হবে না,
আমাতে মিশে গিয়েও তুমি
তুমিহীন অন্য জন পাবে না!

13-04-24